images

সারাদেশ

মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা সুপার নিহত

জেলা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় মোস্তফা জোয়ারদার (৫৫) নামে এক মাদরাসা সুপার নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কর্তব্যরত ডাক্তার।

নিহত মোস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সল্লাবাইদের বাসিন্দা এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পূর্বাচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসার সুপার।

আরও পড়ুন

বাথরুমের সিলিংয়ে গলায় কাপড় পেঁচানো পুলিশ সদস্যের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য নিজের বাসা থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মনোহরদী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, লাশ বর্তমানে ঢাকা মেডিকেলে আছে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস