images

সারাদেশ

সুন্দরগঞ্জে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নিল প্রতিপক্ষরা

জেলা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে সুজা মিয়া (৪০) নামের এক কৃষকের জমির ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এই অভিযোগের বিষয়টি শনিবার (৬ ডিসেম্বর) রাতে সন্দরগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুজা মিয়া সুন্দরগঞ্জ পৌরশহরের কলেজপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। 

আরও পড়ুন

দশমিনায় সম্পত্তি দখলে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আহত ১

তিনি এজাহারে উল্লেখ করেন, বেশ কিছুদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন ধুমাইটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আমিনুল ইসলাম। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোরে আমিনুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে লাঠিসোঁটা, কাচন্তি, কেটা ও ধারালো অস্ত্র হাতে দলবদ্ধভাবে জমিতে ঢুকে পাকা ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে সুজা মিয়া দ্রুত গিয়ে বাধা দিলে প্রতিপক্ষরা অস্ত্র উঁচিয়ে তাকে তেড়ে আসে। তার চিৎকারে প্রতিবেশী ছলিম মিয়া, নুরুন্নবী মিয়া, রাজ্জাক মিয়াসহ স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, এই জমি আমাদের। বাধা দিলে খুন করে লাশ গুম করে ফেলব।

সুজা মিয়া বলেন, আমার ৫৫ শতক ওই জমি থেকে বিবাদীরা প্রায় ৩০ মণ আমন ধান ও খড় নিয়ে গেছে। তারা দীর্ঘদিন ধরেই জমিটি দখলের চেষ্টা করছে। 

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ধান কেটে নেওয়া সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস