images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে এক সঙ্গে বিয়ে করলেন তিন বন্ধু

জেলা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

ঠাকুরগাঁওয়ে যৌতুকবিহীন বিয়ে করে আলোচনায় এসেছেন তিন বন্ধু। যৌতুক প্রথাকে সমাজের ব্যাধি মনে করে বহুদিন ধরেই তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন—বিয়ে করবেন কিন্তু কোনোভাবেই যৌতুক নেবেন না। অবশেষে শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মহাবিদ্যালয় মাঠে সে স্বপ্ন পূরণ হয় তাদের।

এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি।

বিয়ে করলেন— ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রামের মোশারফ হোসেনের সঙ্গে পীরগঞ্জ উপজেলার একান্নপুর গ্রামের উম্মে কুলসুম, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচটহ গ্রামের আব্দুল্লাহিল বাকির সঙ্গে প্রতিবেশী যদুয়ার গ্রামের সানজিদা আক্তার নুরানী এবং পঞ্চগড় জেলার মাগুড়া গ্রামের রুহুল আমিনের সঙ্গে বোদা উপজেলার সালগ্রামের ফারজিনা আক্তার।

thumbnail_IMG_20251206_185105

চিলারং ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল কাদের ঢাকা মেইলকে জানান, এই প্রথম একসঙ্গে তিনটি যৌতুকমুক্ত বিয়ে রেজিস্ট্রি করলাম। আগে কত বিয়েতে যৌতুক নিয়ে ঝগড়া, এমনকি ভাঙনের ঘটনাও দেখেছি। তিন বন্ধুর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

দাতা সংস্থার উদ্যোগ জিআরটির প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম বলেন, তিন বন্ধু শুরু থেকেই যৌতুক ছাড়াই বিয়ে করতে চেয়েছেন। আমরা তাদের সম্পূর্ণ বিয়ের আয়োজন করেছি। নবদম্পতিদের বিশেষ উপহারও দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যৌতুকমুক্ত বিয়ের ইচ্ছা পোষণ করলে আমরা একইভাবে সহযোগিতা করব।

আরও পড়ুন

বিয়ের বৈঠকে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

বর মোশারফ হোসেন বলেন, মাদরাসায় পড়ার সময় থেকেই স্বপ্ন ছিল যৌতুকবিহীন বিয়ে করব। আজ আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন। দুই বন্ধুও আমার সঙ্গে এই সুন্দর উদ্যোগে যুক্ত হয়েছে। কনে পক্ষও খুব খুশি। সবার দোয়া চাই।

পরিবারের সদস্যরা জানান, ছয়টি পরিবারই যৌতুকবিরোধী। আগেও যৌতুক ছাড়া বিয়ে হয়েছে তাদের মধ্যে। ভবিষ্যতেও পরিবারগুলো যৌতুকমুক্ত বিয়েই করবেন বলে অঙ্গীকার করেছেন।

বিয়ের অনুষ্ঠান দেখতে আসেন ৫৫ বছর বয়সী সহির উদ্দীন। তিনি বলেন, এই বয়সে প্রথম দেখলাম একসঙ্গে তিনজনের বিয়ে—তাও আবার যৌতুকমুক্ত। এটা এখনকার সমাজে এক দৃষ্টান্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—গ্লোবাল রিলিফ ট্রাস্টের নর্থ রিজিওনের হেড অব অপারেশন মোহাস্মদ ইকবাল, ফান্ড রাইজিং অফিসার আহমেদ জব্বার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শায়েখ মেজবাহুল হক, প্রেসিডেন্ট শায়েখ আশরাফুল ইসলাম, মিডিয়া অফিসার মো. আব্দুল্লাহ, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন সহ অন্যান্য অতিথিরা।

প্রতিনিধি/এসএস