images

সারাদেশ

ইতালি যাওয়ায় পথে ভূমধ্যসাগরে নিখোঁজ মাদারীপুরের যুবক, পরিবারে মাতম

জেলা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়ায় হয়ে ইতালি যাওয়ায় সময় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ সামির শেখের গ্রামের বাড়িতে মাতম। ২১ দিন ধরে সন্তানের খোঁজ না থাকায় দিশেহারা পরিবার। নিখোঁজ সামির রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পশ্চিম তেলিকান্দি গ্রামের মৃত আমির শেখের ছেলে।

পরিবার জানায়, সরাসরি ইতালি নেয়ার জন্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. ইলিয়াসের মাধ্যমে ১৯ লাখ টাকার চুক্তি হয় সামিরের পরিবারের। দালালের হাতে নগদ ১৬ লাখ টাকা দেওয়ার পর গত ৬ অক্টোবর ইতালির উদ্দেশে বাড়ি ছাড়ে সামির। পরে লিবিয়ার ভূমধ্যসাগর হয়ে ১৫ নভেম্বর ইতালির উদ্দেশে যাত্রা করে সামিরকে বহনকারী ইঞ্জিনচালিত নৌকা। এরপর সামিরের আর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার।

thumbnail_1000248673

আরও পড়ুন

মানিকগঞ্জে নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

 

thumbnail_1000248676সামিরের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলে সামিরের কোনো সন্ধান পাচ্ছি না। দালালও কোনো যোগাযোগ করছে না। আমি এখন দিশেহারা। আমার ছেলের সন্ধান চাই।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রতিনিধি/এসএস