images

সারাদেশ

পটুয়াখালীতে শীতের প্রকোপে বাড়ছে ভোগান্তি

জেলা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

গত দুই দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীতে। সকাল গড়িয়ে বেলা বাড়া অবধি ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়ছে গ্রামীণ এলাকায়।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিয়ত শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ বাড়ছে সব শ্রেণির মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষসহ গভীর সাগরে মাছ শিকারি জেলেরা।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, চরম ভোগান্তি

thumbnail_IMG-20251206-WA0003

এদিকে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।

পটুয়াখালী আবহাওয়া অফিসার মাহবুব রহমান সুখি জানান, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও কমতে পারে।

প্রতিনিধি/এসএস