images

সারাদেশ

ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার বিরুদ্ধে ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা মূল্যের পামওয়েল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের একজন ব্যবসায়ী এই অভিযোগ এনে ইতোমধ্যে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় আদর্শ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুল ইসলাম।

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, গত ২১ নভেম্বর বিকেলে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম তথা ১৩ হাজার ৯৫০ কেজি পামওয়েলবাহী একটি ট্রাক অজ্ঞাত কারণে রায়গঞ্জ থানা পুলিশ আটক করে। পরের দিন বিষয়টি জানতে পেরে তিনি রায়গঞ্জ থানায় গিয়ে তেলসহ ট্রাকটি সেখানে দেখতে পান।

সাদিকুল ইসলাম আরও বলেন, ওই সময় থানার ওসি মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উপযুক্ত প্রমাণসাপেক্ষে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন। কিন্তু কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের সঙ্গে পুনরায় যোগাযোগ করলে তারা জানান, ট্রাক ও তেল আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে।

এরপরের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে গিয়ে তিনি জানতে পারেন, শুধুমাত্র ট্রাকটি আদালতে জমা দেওয়া হয়েছে। কিন্তু ২৩ লাখ টাকা মূল্যের তেলের কোনো জব্দতালিকা বা হিসাব দেখানো হয়নি। এতে তার মনে সন্দেহ জাগে এবং তিনি বুঝতে পারেন তেল আত্মসাৎ করা হয়েছে।

মামলা প্রসঙ্গে তিনি জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বিষয়টি তদন্ত করে তার তেল ফেরত দেওয়ার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলামসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিগণ।

অপরদিকে, এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তেল আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ট্রাকটি ছিনতাই হওয়ার পর আমরা তা উদ্ধার করি। উদ্ধারকালে ট্রাকে কোনো তেল ছিল না।’

তবে ব্যবসায়ী সাদিকুল ইসলামের দাবি, থানায় গিয়ে তিনি নিজ চোখে তেলসহ ট্রাক দেখেছেন। এ নিয়ে উভয়পক্ষের বক্তব্যে রয়েছে সম্পূর্ণ বিপরীত চিত্র।

ঘটনাটি নিয়ে জেলার ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/একেবি