জেলা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
নাবিল গ্রুপ গোটা বাংলাদেশকে বিজনেস হাবে পরিণত করতে চায়। নাবিল গ্রুপ আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করবে। শুধু ভূমিকা পালন নয়, বাংলাদেশের অর্থনীতির প্রধান সহায়ক নিয়ামক হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম স্বপন এসব কথা বলেন। জেলার পবা উপজেলার খড়খড়িতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এতে মিল মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এ সময় আমিনুল ইসলাম স্বপন বলেন, আমরা অনেক ঝড় ঝাণ্ডা অতিক্রম করে একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি। নাবিল গ্রুপ আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা পালন করবে। শুধু ভূমিকা পালন নয়, বাংলাদেশের অর্থনীতির প্রধান সহায়ক নিয়ামক হিসেবে দাঁড়াবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা ২২টা কনসার্ন নিয়ে কাজ করছি। আমাদের সঙ্গে ২৪ হাজার লোক সম্পৃক্ত। ১৮ হাজার লোক ডাইরেক্টলি বিজনেসের সঙ্গে ইনভলভ। দেড় লাখ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে নাবিল গ্রুপের সঙ্গে জড়িত। আমরা সবাই যাতে ভাল থাকতে পারি, সেজন্য একে অপরের হাতে হাত রেখে কাজ করতে হবে।
আমিনুল ইসলাম আরও বলেন, সমাজের উন্নয়নে প্রত্যেকটা এলাকায় একেকটা নাবিল গ্রুপ গড়ে তুলতে চাই। গোটা বাংলাদেশকে বিজনেস হাবে পরিণত করতে চাই। তাই একসঙ্গে কাজ করতে হবে। আগামী বছর থেকে চাল বিদেশে রপ্তানি হবে বলেও জানান আমিনুল ইসলাম স্বপন।
কর্মকর্তারা জানান, এনবিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সেকেন্ড বেস্ট কোম্পানি নাবিল গ্রুপ। আগামীতে আমরা ঢাকার বাজারের নিয়ন্ত্রণ নিতে চাই। খুব অচিরেই বাংলাদেশের এক নম্বর কোম্পানিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
অনুষ্ঠানে নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
প্রতিনিধি/টিবি