images

সারাদেশ / শিক্ষা

‘বিশ্ববিদ্যালয় নেতা তৈরির কারখানা না, গ্র্যাজুয়েট তৈরির কারখানা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেছেন, আমাদের স্বপ্ন সফল হবে, যখন বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। বিশ্ববিদ্যালয় নেতা তৈরির করার কারখানা না, যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা। আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা যোগ্য শিক্ষক নিয়োগ এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সবাই উপকৃত হবে।

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় চবির আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), চবি শাখার উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও হল ছাত্রসংসদে বিজয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চবি উপাচার্য বলেন, আপনারা যারা ছাত্রসংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন, আপনারা শুধু পাহাড়িদের নেতা না, চবির ২৮ হাজার শিক্ষার্থীর নেতা। আপনারা বারবার পাহাড়ি বলছেন। আপনারা নিজেদের বারবার পাহাড়ি না বলে, বাংলাদেশি বলুন। কারণ, সবার আগে আমরা বাংলাদেশি। নিজেদের তিন জেলার মধ্যে সীমাবদ্ধ করবেন না। অন্যের সংস্কৃতিও আপনাকে বুঝতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চোধুরী। 

পিসিপির চবি শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাখা সংগঠনটির সভাপতি ভূবন চাকমা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পিসিসির কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোহেল চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেমা চাকমা, বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান হল ছাত্রসংসদের সহ-সভাপতি রিপুল চাকমা ও নবাব ফয়জুন্নেছা হল ছাত্রসংসদের সহ-সভাপতি পারমিতা চাকমা প্রমুখ।

প্রতিনিধি/ এজে