জেলা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে। এরমধ্যে ডেভিলহান্ট অভিযানে মো. হাবিবুর রহমান টেনু ও অপর অভিযানে ৪ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল আলী সেন্টু গ্রেফতার হয়।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।
উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নূরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান টেনু ও হাসপাতাল সড়কের মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল আলী সেন্টু। আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে