images

সারাদেশ

শেষ হলো দুবলার চরে ৩ দিনের ঐতিহাসিক রাস উৎসব

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

বঙ্গোপসাগরের লোনাজলে পূণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের ঐতিহাসিক রাস উৎসব। উৎসবমুখর পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুবলার চরের ঐতিহাসিক রাস উৎসব সমাপ্ত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজারো নারী-পুরুষ ও শিশু ভক্ত আলোরকোল সমুদ্রসৈকতে নেমে পুণ্যস্নান করেন। ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এই স্নানোৎসব। স্নান শেষে পূজা-আর্চনা সম্পন্ন করে বিকেলে নিজ নিজ গন্তব্যে ফিরে যান ভক্তরা।

সুন্দরবন বিভাগ জানায়, এবারের রাস উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৩ হাজার ৫১৯ জন সনাতন ধর্মাবলম্বী রাধা-কৃষ্ণ ভক্ত অংশ নিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে দুবলার আলোরকোলে অস্থায়ীভাবে নির্মিত রাধা-কৃষ্ণের মন্দিরে পূজা-আর্চনা, লীলা ও কীর্তনে অংশ নেন ভক্তরা। উৎসবের পুরো সময়জুড়ে দুবলার চর ও আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের একাধিক টিম মাঠে কাজ করেছে। কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘স্বাধীন বাংলা’ ও ডুবুরি দল সমুদ্রসৈকত এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। বাগেরহাট ও খুলনার জেলা প্রশাসন, বনবিভাগ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উৎসব চলাকালে মঙ্গলবার দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে সুমন নামে এক পুণ্যার্থী নিখোঁজ হন। পরে কোস্টগার্ডের তৎপরতায় বিকেলে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

রাস উৎসব উদ্‌যাপন পরিষদ ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, প্রায় ২০০ বছর ধরে সুন্দরবনের দুবলার চরে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। অতীতে লাখো পুণ্যার্থী ও পর্যটকের আগমনে এখানে জমজমাট মেলা বসত। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে ২০১৭ সালের পর থেকে মেলার অংশটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র ধর্মীয় পূজার কার্যক্রমের অনুমতি দেয় বনবিভাগ।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, ‘তিন দিনের রাস উৎসব সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বনবিভাগের পাশাপাশি কোস্টগার্ড, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’

প্রতিনিধি/ এজে