images

সারাদেশ

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম: ড. শেখ ফরিদুল ইসলাম

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় ইমাম সমাজের প্রতিনিধিরা বলেন, সমাজে নৈতিকতা, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মসজিদের মিম্বর থেকে মানুষকে সত্য, ন্যায়ের পথে পরিচালিত করতে পারেন, যা একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাটের রামপালে আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে রামপাল মডেল মসজিদ মিলনায়তনে ইমাম, মোয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন: কক্সবাজারে বিএনপি-জামায়াতের লড়াই

লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামরা নিয়মিতভাবে খুতবায় নৈতিকতা, আত্মসংযম ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি করলে সমাজ অনেকাংশে মাদকমুক্ত হতে পারে।

এসময় ড. ফরিদুল ইসলাম আসন্ন নির্বাচনে ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে এবং ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।

thumbnail_1000303368

সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা, ইমাম সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির কল্যাণ, শান্তি, মাদকমুক্ত সমাজ ও দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়। আদর্শ সমাজ গঠনে ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

প্রতিনিধি/এসএস