জেলা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল আক্কাস মার্কেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বলেন, পুবাইল আক্কাস মার্কেট এলাকায় ঢাকা-জয়দেবপুর রেল লাইন দিয়ে হাঁটতে ছিলেন আনুমানিক ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে