images

সারাদেশ

ফেনীতে মিন্টুর পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ 

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

ফেনীর দাগনভূঞায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর পক্ষে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৩ নভেম্বর) ফেনী-৩ আসনের দাগনভূঞার রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কোরেশমুন্সি বাজারে এ কর্মসূচি পালন করা হয়। 

আরও পড়ুন: গৌরীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

এতে বিএনপি নেতা মিজানুর রহমান, নাছির উদ্দিন, মো. বাকি বিল্লাহ, নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন ও জামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী অংশ নেয়।  

লিফলেট বিতরণের সময় নেতা-কর্মীরা আশা প্রকাশ করেন যে লিফলেট হাতে পেয়ে জনগণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

আরও পড়ুন: ‘ভাত না জোটার দেশে হাঁসের মাংস-বিলাস মোটেই শোভনীয় নয়’

এর আগে সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুকে তার পৈতৃক এলাকা ফেনী-৩ আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

প্রতিনিধি/ এমইউ