images

সারাদেশ

শেরপুরের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জেলা প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, এটি ‘সম্ভাব্য’ প্রার্থীর তালিকা। প্রয়োজনে যেকোনো মুহূর্তে এই তালিকায় পরিবর্তন আনা হতে পারে।

আরও পড়ুন: ‘আমাদের বহুভাবে চোখ রাঙানি দেওয়া হচ্ছে’

শেরপুর-১ (সদর): ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। দলীয় পদ যুগ্ম আহ্বায়ক, শেরপুর জেলা বিএনপি। 

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী): ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। দলীয় পদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী): মাহমুদুল হক রুবেল। সাবেক এমপি। দলীয় পদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি।

প্রতিনিধি/ এমইউ