জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
মিরসরাইয়ে দ্রুতগতির বাসের ধাক্কায় অজ্ঞাত যুবক (৩০) নিহত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিএসআরএম এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি বাস যুবককে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাখী বণিক বলেন, স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: প্রতারণা মামলায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের ২ কর্মকর্তা কারাগারে
সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি বলেন, এখনও তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার গায়ে ফুল হাতর টি শার্ট এবং পরনে সাদা লুঙ্গি ছিলো। বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
প্রতিনিধি/ এজে