images

সারাদেশ

উত্তরা ইপিজেডের চারটি বন্ধ কারখানা পুনরায় চালু হচ্ছে 

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

দীর্ঘ নয় দিন বন্ধ থাকার পর নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) পুনরায় চালু হতে যাচ্ছে চারটি কারখানা। অনুকূল পরিস্থিতি ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসায় মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

খুলে দেওয়া চারটি প্রতিষ্ঠানগুলো হলো মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।

কারখানাগুলোর পক্ষ থেকে প্রকাশিত নোটিশে জানানো হয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা গত ২৬ নভেম্বর থেকে শ্রম আইনের আওতায় সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। তবে পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কর্মপরিবেশ অনুকূল হওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করা হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, ‘চারটি কারখানা আগে নোটিশের মাধ্যমে বন্ধ ছিল। আলোচনার পর পরিস্থিতি অনুকূলে আসায় কারখানাগুলো পুনরায় খুলছে। এতে কর্মসংস্থান ও উৎপাদন দুটোই স্বাভাবিক অবস্থায় ফিরবে।’

প্রতিনিধি/একেবি