বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুবি ছাত্রদলের কর্মীসহ তিনজনের বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থী আতঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়েছেন।
ওই ভুক্তভোগী হলেন - ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দ্বীন ইসলাম হৃদয়।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা
অভিযুক্তরা হলেন - তোহিদুল ইসলাম জিসান (১৬তম আকবর্তন, এমসিজে), ছাত্রদল কর্মী তাওহীদুল ইসলাম (১৭তম আবর্তন, একাউন্টিং) ও আকরাম (১৮তম আবর্তন, বাংলা)।
গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ছাত্রদলের রোষানল থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের কাছে সাহায্য চান হৃদয়। ফেসবুক লাইভে তিনি বলেন, “আমি এখন শঙ্কিত ও আতঙ্কিত। আমাকে শুধু এতটুকুই নিশ্চিত করুন যে ছাত্রদল আমার কিছু করবে না। ছাত্রদলের ছেলেরা আমাকে আক্রমণাত্মকভাবে কথা বলবে যে আমি কেন পোস্ট দিয়েছি, কেন নিউজ করাইছি। আমি শুধু স্বাভাবিক থাকতে চাই।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে ভুক্তভোগী টিউশন শেষে প্রশাসন কর্তৃক নির্ধারিত রুমে গিয়ে উঠলে রুমের দুই শিক্ষার্থী রোমান (বাংলা১৮) ও ইউনুস (বাংলা-১৮) তাকে আক্রমণাত্মক কথা বলেন এবং হেনস্তা করেন। দ্বীন ইসলাম অভিযোগ করেন, ওই ঘটনা নিয়ে নিউজ হওয়ায় এবং এই বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে তোহিদুল ইসলাম জিসান (১৬তম আকবর্তন, এমসিজে), ছাত্রদল কর্মী তাওহীদুল ইসলাম (১৭তম আবর্তন, একাউন্টিং) ও আকরাম (১৮তম আবর্তন, বাংলা) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ১০৩ নম্বর রুমে গিয়ে তাকে হুমকি ও ভয়-ভীতি দেখান। এতে তিনি মারাত্মক মানসিক চাপে পড়েন এবং বর্তমানে নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন।
এই বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিনের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ডোপ টেস্টে পজিটিভ হলে চাকসুর প্রার্থিতা বাতিল
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল হাকিম বলেন, “ বিষয়টি আমলে নিয়ে প্রক্টর অফিসে বসেছি। কিছুক্ষণের মধ্যে জানোবো যে কী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই ঘটনায় বিচার চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এই সময় তারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে তোহিদুল ইসলাম জিসান বলেন, "তার সঙ্গে উচ্চস্বরে কোনো কথা হয়নি। আমি কোনো রাজনীতি করি না, কোনো দলেরও না।"
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, "যদি ছাত্রদলের কেউ এরকম কিছু করে থাকে এবং তা প্রমাণিত হয়, তাহলে আমাদের দলীয় শৃঙ্খলা অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুবি ছাত্রদল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদন জমাদানের কথা বলা হয়। শনিবার (২৫ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের কথা জানানো হয়।
প্রতিনিধি/ এমইউ