অটোমোবাইল ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
মোটরসাইকেল বাজারে বাজাজ পালসার এবং টিভিএস অ্যাপাচি— এই দুই সিরিজ বরাবরই জনপ্রিয়তার শীর্ষে। দেড় লক্ষ টাকার বাজেটে অনেকেই ভাবনায় পড়েন কোন মডেলটি কিনলে বেশি মাইলেজ, শক্তিশালী পারফরম্যান্স এবং সাশ্রয়ী রাইডিং অভিজ্ঞতা পাওয়া যাবে। একই সেগমেন্টে থাকা Pulsar N160 এবং Apache RTR160–কে ঘিরে আগ্রহের শেষ নেই। দেখে নিন কোনটি আপনার জন্য বেশি উপযোগী।
বাজারে বাজাজ এবং টিভিএস দুই ব্র্যান্ডের মোটরসাইকেলই সমানভাবে জনপ্রিয়। বাজাজের পালসার সিরিজ এবং টিভিএসের অ্যাপাচি সিরিজ দীর্ঘদিন ধরেই একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। তবে ব্যবহারকারীদের সবচেয়ে বড় প্রশ্ন—কোনটি বেশি মাইলেজ দেয়? Pulsar N160 নাকি Apache RTR160?

বাজাজ পালসার এন১৬০
বাজাজ অটোর পালসার এন১৬০–এ রয়েছে ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এসওএইচসি, ২-ভালভ, এয়ার–কুলড জ্বালানি ইনজেকশন ইঞ্জিন। এটি ৮৭৫০ আরপিএম–এ ১৬ পিএস শক্তি এবং ৬৭৫০ আরপিএম–এ ১৪.৬৫ এনএম টর্ক উৎপন্ন করে। কোম্পানির দাবি অনুযায়ী বাইকটির মাইলেজ ৫১.৬ কিলোমিটার প্রতি লিটার। পালসার এন১৬০–এর জ্বালানি ট্যাংকের ধারণক্ষমতা ১৪ লিটার।
বাইকটিতে ইউএসবি সংযোগও রয়েছে। এর হুইলবেস ১৩৪৮ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিলিমিটার। পালসার এন১৬০–এর এক্স-শোরুম দাম ১ লাখ ১৩ হাজার ১৩৩ রুপি থেকে শুরু হয়ে ১ লাখ ২৬ হাজার ২৯০ রুপি পর্যন্ত যায়।
টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০
টিভিএস অ্যাপাচি আরটিআর১৬০–এ রয়েছে ৪-স্ট্রোক, তেল–শীতল, এসওএইচসি, জ্বালানি ইনজেকশন ইঞ্জিন। স্পোর্টস মোডে এটি ৯২৫০ আরপিএম–এ ১২.৯১ কিলোওয়াট এবং রেইন মোডে ৮৬৫০ আরপিএম–এ ১১.৫০ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। স্পোর্টস মোডে সর্বোচ্চ গতি ১১৪ কিলোমিটার এবং রেইন মোডে ১০৩ কিলোমিটার প্রতি ঘণ্টা।

অ্যাপাচি আরটিআর১৬০ প্রতি লিটার পেট্রোলে ৬১ কিলোমিটার মাইলেজ দাবি করে, যা পালসার এন১৬০–এর চেয়ে বেশি। এতে ১২ লিটার জ্বালানি ধারণক্ষমতা রয়েছে এবং পূর্ণ ট্যাংকে প্রায় ৭০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যেতে পারে। এতে ৫–গতির ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে। বাইকের এক্স-শোরুম দাম শুরু ১ লাখ ১৫ হাজার ৮৫২ রুপি।
কোন বাইক দেবে বেশি সাশ্রয়
২০২৫ সালের শেষ মাসে বাজাজ অটো পালসার বাইকের উপর ‘হ্যাটট্রিক অফার’ ঘোষণা করেছে। এই অফারে ভারতীয় সরকারের জিএসটি ২.০–এর আওতায় কর সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি বাইক কেনায় ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনও প্রসেসিং ফি দিতে হবে না, যা সাধারণত ফিন্যান্স প্রতিষ্ঠান নির্ধারণ করে থাকে। এই প্যাকেজে বাড়তি সুবিধা হিসেবে বিমা সঞ্চয়ও যুক্ত রয়েছে।
বাজাজের হ্যাটট্রিক প্যাকেজ কী
বাজাজ জানিয়েছে, জিএসটি ২.০–এর নিয়ম অনুসারে বাইকের দাম কমে আসবে এবং পুরো কর সুবিধাই গ্রাহক পাবেন। এছাড়া বাইক ফিন্যান্সের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ থাকবে না। বিমা সঞ্চয়ও এই অফারে যুক্ত হতে চলেছে। পালসারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে টিভিএস অ্যাপাচি আরটিআর সিরিজও বাজারে শক্ত অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: বাজাজ ১৬০ সিসির নতুন পালসার আনল, দাম সোয়া লাখ
মাইলেজের দিক থেকে Apache RTR160 স্পষ্টতই এগিয়ে। তবে পারফরম্যান্স, নির্মাণমান এবং ফিচারের দিক থেকে Pulsar N160 অনেকেরই প্রথম পছন্দ। বাজেট, মাইলেজ এবং অফার বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটি আপনার জন্য উপযুক্ত হবে।
এজেড