তীব্র দাবদাহে পুড়ছে দেশ। ব্যতিক্রম নয় রাজধানী ঢাকাও। কোটি মানুষের এই মেগা সিটিতে গরম একটু বেশিই অনুভূত হচ্ছে। প্রচণ্ড গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। কবে মুক্তি মিলবে এই অতিষ্ঠতা থেকে- এমন জিজ্ঞাসা মানুষের মুখে মুখে।
এই অবস্থায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী অন্তত দুই দিনে রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে তিন দিন পর বৃষ্টি হতে পারে এবং এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওসার পারভীন শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে বলেন, ‘আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই। ঢাকাসহ সারাদেশেই তাপমাত্রা বেশি।’
তিন দিন পর বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, ‘বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আপাতত তাপমাত্রা কমার বা বাড়ার কোনো সম্ভাবনা নেই।’
তিনি জানান, রাজধানীর তাপমাত্রা মাঝারি পর্যায়ে আছে। দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বেশি।
এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির উপরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞাপন
কারই/জেবি