বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস
ফাইল ছবি

ঢাকা, রংপুর, কুমিল্লাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। অন্য জেলাগুলো হলো নোয়াখালী, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট।

এসব জেলায় দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


বিজ্ঞাপন


শনিবার (২৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রতি বছর চৈত্রের শেষ ও বৈশাখের শুরুতে বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়। এই সময় অনেক স্থানে শিলাবৃষ্টিও হয়। ঝড় ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবারও দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির খবর এলোও ব্যাপকতা তেমনটা ছিল না।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর