সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

মৌসুমের শুরুতেই 'অতি ভারী' বৃষ্টির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৬:২৬ এএম

শেয়ার করুন:

মৌসুমের শুরুতেই 'অতি ভারী' বৃষ্টির রেকর্ড

মৌসুমের শুরুতেই রংপুর বিভাগের সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। যেটাকে অতি ভারি বৃষ্টি বলছে আবহাওয়া অফিস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সিলেট ও রাজধানীতে ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর  রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি আরও জানান, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

গতকাল সন্ধায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও  দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


বিজ্ঞাপন


টিএই/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর