বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ঢাকা

একটি নাম্বারে ফোন করলেই পাবেন কৃষির নানা পরামর্শ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২, ১১:২১ এএম

শেয়ার করুন:

একটি নাম্বারে ফোন করলেই পাবেন কৃষির নানা পরামর্শ

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশে এখন শিক্ষিত মানুষ যুক্ত হচ্ছে কৃষি পেশায়। নানা ধরনের ফল ফসল উৎপাদন করতে গিয়ে নানা পরামর্শ প্রয়োজন হয়। তবে ভয়ের কোনো কারণ নেই, কেননা এখন সবার হাতেই আছে মুঠোফোন। মাত্র একটি নাম্বারে ফোন করলেই মিলবে কৃষি বিষয়ক তথ্য সেবা। আপনি যেকোনো ধরনের কৃষি তথ্য সেবা পাবেন দূর দূরান্ত থেকেই। যাকে বলা হচ্ছে কৃষি কল সেন্টার।

কৃষি কল সেন্টারের শর্ট কোড নম্বর ১৬১২৩-এ যেকোন অপারেটরের মোবাইল ফোন থেকে প্রতি মিনিটে ২৫ পয়সা হারে (ভ্যাট ও সম্পূরক শুল্ক ব্যতীত) কল করে কৃষকরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে যেকোনও সমস্যার তাৎক্ষণিক বিশেষজ্ঞ পরামর্শ পাচ্ছেন । শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টার মধ্যে ১৬১২৩ নাম্বারটি থেকে বর্তমানে কৃষি কল সেন্টারের এ সেবাটি দেয়া হচ্ছে; যা ভবিষ্যতে আরও বিস্তৃৃত হবে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


কল সেন্টার এমন একটি মাধ্যম যার দ্বারা যেকোনও ধরণের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং এর ভোক্তাদের মধ্যে মধ্যস্থতা সাধিত হয়। এ দেশের কৃষকদের এবং কৃষি সম্পর্কিত সকলের মধ্যে কৃষিভিত্তিক সর্বাধুনিক প্রযুক্তি, সেবা এবং তথ্য ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০১২ সনের জুন মাসে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিস এর পরিচালনায় দেশের প্রথম সরকারি কল সেন্টার হিসেবে ‘কৃষি কল সেন্টার’ এর পরীক্ষামূলক যাত্রা সূচিত হয়। কৃষি কল সেন্টারটি খামারবাড়ি, ঢাকাতে কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তরে স্থাপিত।

kahamarbari-dhakaজুন ২০১৪ থেকে ৫ ডিজিটের একটি শর্ট কোডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেন্টারটির কার্যক্রম নতুনভাবে শুরু হয়। আন্তর্জাতিক এনজিও প্র্যাকটিক্যাল অ্যাকশন, বাংলাদেশ এর সহায়তায় সেন্টারটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সারা বছরই নানা প্রান্ত থেকে চাষাবাদ নিয়ে যেকোনো সমস্যায় পড়লেই পরামর্শ নিতে কৃষকরা ফোন দেন কল সেন্টারে। আগে স্থানীয় কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিলেও এখন অল্প সময়ে এই সেবা পাচ্ছেন।

জানা গেছে, কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) মাধ্যমে মুঠোফোনে তথ্যসেবা দেওয়া শুরু হয় ২০১৪ সালের জুনে। তাহলে আর দেরি কেন, যদি কৃষি মৎস্য বা প্রাণি সম্পদ নিয়ে কিছু জানার থাকে হাতে নিন মোবাইল ফোন আর কল করুন ১৬১২৩ নাম্বারটিতে। আপনি আপনার কাঙ্খিত উত্তর পেয়ে যাবেন।


বিজ্ঞাপন


ডাব্লিউএইচ/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর