পরিবেশ রক্ষার আন্দোলনে যুবকদের সম্পৃক্ত করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) অঙ্গ সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে যুব বাপা।
বুধবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত একং সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা যুব বাপার ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুব বাপা কর্মসূচি আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, 'প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাংলাদেশের পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পরিবেশ রক্ষায় জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ও শক্তিশালী নাগরিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ২০০০ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)'র প্রতিষ্ঠা হয়। উদ্দেশ্য ছিল পরিবেশগত অবক্ষয়ের প্রক্রিয়া বন্ধ করা, পরিবেশের ক্ষয়ক্ষতিকে প্রতিহত করা, পরিবেশ রক্ষায় সাধারণ জনগণ ও সরকারকে উদ্বুদ্ধ ও সচেষ্ট করা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষায় বাপা একটি জাতীয় মঞ্চ হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। আপনাদের সর্বাত্নক সহযোগিতায় এই কার্যক্রম আমরা দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সফলভাবে সম্পাদন করে আসছি।
শরীফ জামিল বলেন, আজ আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর পক্ষ থেকে বাংলাদেশের পরিবেশ রক্ষার প্রচেষ্টায় এক নতুন মাত্রা যুক্ত হওয়ার ঘোষণা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই শুনে আনন্দিত হবেন যে, দেশের কিশোর-তরুণ যুবকদের পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যে বাপা ইতিমধ্যে তার যুব প্লাটফর্ম গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা বাপার যুব প্লাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণার উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবে একত্রিত হয়েছি।
যুব বাপা ঘোষণার পটভূমি তুলে ধরে শরীফ জামিল বলেন, 'তরুণ এবং যুবারা দেশের ভবিষ্যৎ। বিশেষ করে বাংলাদেশে যেখানে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ তরুণ সমাজ সেদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তাদের অংশগ্রহণ এবং অবদান অনস্বীকার্য। এই বাস্তবতাকে সামনে রেখে বাপা তার সূচনালগ্ন থেকেই যুবাদের জন্য একটি প্লাটফর্ম তৈরির স্বপ্ন লালন করে আসছে।’
বাপার সাধারণ সম্পাদক বলেন, প্রায় দুই যুগের পরিবেশ রক্ষার আন্দোলনের পথচলার অভিজ্ঞতার ভিত্তিতে বাপা সেই স্বপ্ন বাস্তবায়নের সূচনা করতে যাচ্ছে। তাই বাপা কিশোর তরুণদের পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করে তাদের উদ্যম, গতিশীলতা, সাহস এবং সততাকে প্রাণ প্রকৃতি রক্ষায় সচেষ্ট ও সম্পৃক্ত করতে ‘যুব বাপা’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ এবং তারা পরিবেশ আন্দোলনে বাপা'র কার্যক্রমের প্রত্যাশিত ফলাফল আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা মনে করি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে যুব বাপার উদ্দেশ্য, সদস্যের বয়সসীমা, জবাবদিহিতা, কর্মপরিকল্পনা তুলে ধরেন বাপার সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি সুলতানা কামালসহ বাপা ও যুব বাপার নেতারা উপস্থিত ছিলেন।
টিএই/জেবি

