শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমছে

কমতে শুরু করেছে দেশের উত্তরের জোলাগুলোর তাপমাত্রা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে রংপুরের রাজারহাটে দেশের সর্বনিম্ন ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও দিনাজপুরে ২৪ দশমিক ৫, সৈয়দপুরে ২৪, ডিমলায় ২৩ দশমিক ৮, তেতুলিয়ায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবাহওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কমার আভাস থাকলেও দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তিনি জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর