বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যেখানে পরিবেশ ধ্বংস, সেখানেই রাজনীতির ছাপ: বাপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

P

দেশের যেখানেই পরিবেশ ধ্বংসের ঘটনা ঘটেছে, সেখানেই রাজনৈতিক সম্পৃক্ততার ছাপ পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিবেশ রক্ষায় রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার আদায়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত ‘আসন্ন নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের পরিবেশ রক্ষার লক্ষ্যে রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাপা ও প্রবাসী বাংলাদেশিদের পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন)। এতে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।

নুর মোহাম্মদ তালুকদার বলেন, অর্র্ন্তবতী সরকার বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম গ্রহণ করলেও পরিবেশ খাতে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, পরিবেশ, শিক্ষা ও স্বাস্থ্য—এই গুরুত্বপূর্ণ খাতগুলোতে দৃশ্যমান সংস্কার কিংবা পর্যাপ্ত বাজেট বরাদ্দ নেই। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখে কোনো সুস্পষ্ট পরিকল্পনাও গ্রহণ করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল ও প্রার্থী পুঁজিপতিদের প্রতিনিধি বলেও মন্তব্য করেন তিনি।

পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায়ে সাধারণ মানুষকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বাপা সভাপতি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বাপার পক্ষ থেকে পরিবেশবিষয়ক সুপারিশ তুলে ধরা হয়েছে এবং এ নিয়ে সংলাপও হয়েছে। তবে এসব উদ্যোগ থেকে খুব বেশি আশাবাদী নন বলেও জানান তিনি।

বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার সহসভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। 


বিজ্ঞাপন


তিনি বলেন, মাথাপিছু আয় বৃদ্ধি পেলেও সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, দেশের মানুষের গড় আয়ু কমছে। এর অর্থ হলো—মাথাপিছু আয় বৃদ্ধির সুফল সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হচ্ছে না।

মানুষের গড় আয়ু কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বায়ুদূষণসহ সামগ্রিক পরিবেশদূষণের কথা উল্লেখ করে তিনি বলেন, এখনই দূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশকে বড় সংকটের মুখে পড়তে হবে। এ জন্য পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সততা, মানসিকতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ ও ১০ জানুয়ারি বাপা ও বেনের উদ্যোগে বাপা-বেনের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সেই সম্মেলনের সুপারিশ তুলে ধরে মো. আলমগীর কবির বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নদ-নদী দখল রোধ, জলাবদ্ধতা নিরসন, উপকূল ও বনাঞ্চল রক্ষা এবং পরিকল্পিত নগরায়ণের বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক না কেন, তাদের কাছ থেকে পরিবেশ রক্ষায় সুস্পষ্ট পরিকল্পনা জানতে হবে। এ বিষয়ে জনগণকে সচেতন ও সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে বাপার সহসভাপতি জাকির হোসেন বলেন, দেশের যেখানেই পরিবেশ ধ্বংস হয়েছে, সেখানেই রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে এবং সরকারকেও নিজের অবস্থান পরিষ্কার করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাপার সহসভাপতি মহিদুল হক খান।

এএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর