বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন বছরের শুরুতেও কুয়াশার কবলে থাকবে দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

নতুন বছরের শুরুতেও কুয়াশার কবলে থাকবে দেশ
নতুন বছরের শুরুতেও কুয়াশার কবলে থাকবে দেশ। ফাইল ছবি

নতুন বছরের শুরুতেও দেশের আবহাওয়ায় কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ ও বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

তিনি আরও জানান, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ–ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে।


বিজ্ঞাপন


আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শনিবার (৩ জানুয়ারি) পর্যন্ত দেওয়া ধারাবাহিক পূর্বাভাসে বলা হয়েছে—অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে; পরবর্তী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমএইচএইচ/ —

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর