মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় কেন শীত বেশি, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

ঢাকায় কেন শীত বেশি, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় শীতের তীব্রতা হঠাৎ করেই বেড়ে গেছে। টানা কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কেন ঢাকায় এভাবে শীত অনুভূত হচ্ছে এবং কবে পরিস্থিতির উন্নতি হতে পারে — এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আবহাওয়ার শীতপ্রবাহের কারণ জানাতে অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সূর্যের আলো না থাকায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। এর ফলে দিনের বেলাতেও শরীরে বেশি ঠান্ডা লাগছে।


বিজ্ঞাপন


সকালের পর্যবেক্ষণে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর। তিনি আরও জানান, আগামী শুক্রবারের পর শীতের তীব্রতা কিছুটা কমতে পারে।

এদিকে সকালের পূর্বাভাসে বলা হয়, আগামীকাল সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান ও নৌ চলাচলসহ সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর