শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২ ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, নগরবাসীর সীমাহীন দুর্ভোগ 

বোরহান উদ্দিন
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

শেয়ার করুন:

২ ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, নগরবাসীর সীমাহীন দুর্ভোগ 
২ ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, নগরবাসীর সীমাহীন দুর্ভোগ 

মাত্র ২ ঘণ্টায় ঢাকার অর্ধেক রাস্তায় পানি
যানবাহন সংকট, একমাত্র ভরসা হাঁটা
মূল সড়কে থইথই পানি, ঢুকে গেছে দোকানে
জলাবদ্ধতায় অফিসযাত্রী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ 
ঢাকা তলিয়ে যাওয়ার ছবি-ভিডিওতে সয়লাব ফেসবুক


বিজ্ঞাপন


ভোরের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই ঢাকার আকাশ ছেয়ে যায় কালো মেঘে। শুরু হয় মুষলধারে বর্ষণ। সঙ্গে তীব্র বজ্রপাত। মাত্র এক থেকে দুই ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর বহু সড়ক ও এলাকা ডুবে যায় পানিতে। সৃষ্টি হয় জলাবদ্ধতা। নিত্যপ্রয়োজনের কাজে ঘর থেকে বের হওয়া মানুষ পড়েন বিপাকে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী—সবাইকে ভোগান্তি পোহাতে হয়। পানির কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। অনেকে বাধ্য হন পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে। ঢাকার চিরচেনা দৃশ্য আবারও চোখে পড়ে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই অচল হয়ে পড়ে নগর জীবন।

ভোরের ঝুম বৃষ্টিতে মিরপুর, বনানী, ফার্মগেট, ধানমন্ডি, গ্রিন রোড, মোহাম্মদপুর, রামপুরা ও মালিবাগে রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। কিছু কিছু এলাকায় নালার পানি উপচে বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ে।

বৃষ্টির কারণে জলাবদ্ধ সৃষ্টি হওয়া অনেক সড়কের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, রাস্তায় হাঁটু সমান পানি। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনকে। অনেক জায়গায় রিকশা ও বাস চলাচল বন্ধ ছিল। যেসব যানবাহন চলেছিল, সেগুলোও ট্রাফিক জ্যামে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফলে কর্মস্থলে পৌঁছাতে অনেকের সময় লেগেছে অনেক গুণ বেশি।

rain2


বিজ্ঞাপন


অন্যদিকে, বৃষ্টির কারণে ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। কারণ অনেক প্রতিষ্ঠানের রাস্তায় পানি জমে যাওয়ায় সেখানে যাওয়া সম্ভব হচ্ছিল না।

সকাল সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়। তবে অনেক অভিভাবক ঝড়ঝাপটার মধ্যে সন্তানকে নিয়ে স্কুলের দিকে চলে এসেছেন।

ভোরের ঝুম বৃষ্টিতে মিরপুর, বনানী, ফার্মগেট, ধানমন্ডি, গ্রিন রোড, মোহাম্মদপুর, রামপুরা ও মালিবাগে রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। কিছু কিছু এলাকায় নালার পানি উপচে বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ে।

স্কুল থেকে দেওয়া নোটিশে জানানো হয়, ২২ সেপ্টেম্বর (সোমবার) পরীক্ষা ও স্কুল কার্যক্রম বন্ধ থাকবে। আজকের পরীক্ষা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

notore-dame

অন্যদিনের মতো সকালে ওয়ারীর বনগ্রাম থেকে ছেলেকে নিয়ে স্কুলে এসেছেন মেহেদী হাসান নামের এক অভিভাবক। তিনি ঢাকা মেইলকে বলেন, হাঁটু সমান পানি ভেঙে স্কুলে এসে দেখলাম ছুটির নোটিশ। স্কুল থেকে ফেসবুকে নোটিশ পোস্ট করায় আগে তা দেখতে পারিনি।

এছাড়া অনেকে ঘর থেকে বের হওয়ার আগে সড়কে পানির অবস্থা জানতে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ নিজে পার হওয়া এলাকার রাস্তার ছবি তুলে পরিস্থিতি জানাচ্ছেন। 

rain3

তথ্য বলছে, জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। যদিও বাস্তবে এর তেমন কার্যকারিতা দেখা যায়নি। নাগরিকদের অভিযোগ— বেশ কিছু স্থানে ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকার কারণে অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে ঘণ্টার পর ঘণ্টা।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ও আশপাশে কয়েকদিন এমন বৃষ্টি হতে পারে। সকালের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। তবে সন্ধ্যার পর আবার বৃষ্টি বাড়তে পারে, বলেছে তারা।

নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার বর্তমান ড্রেনেজ ব্যবস্থায় বড় সংস্কার ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি মুশকিল। 

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর