শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ষার পানি নেমে গেলে কৃষকদের করণীয়

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

বর্ষার পানি নেমে গেলে কৃষকদের করণীয়

বর্ষাকালীন অতিবৃষ্টির ফলে অনেক সময় জমি ডুবে যায়, ফসল নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়। পানি নেমে গেলে কৃষকদের জন্য কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়—

জমি ও মাটির যত্ন


বিজ্ঞাপন


জমি পরিষ্কার করুন – জমিতে জমে থাকা আগাছা, ভেসে আসা আবর্জনা ও পচা গাছপালা সরিয়ে ফেলুন।

মাটির উর্বরতা ফিরিয়ে আনুন – জমি চাষ করে বাতাস চলাচল নিশ্চিত করুন, প্রয়োজনে জৈবসার ব্যবহার করুন।

চুন প্রয়োগ – পানিবাহিত রোগ ও মাটির অম্লতা কমাতে জমিতে চুন ছিটিয়ে দিন।

কৃষি


বিজ্ঞাপন


ফসল ব্যবস্থাপনা

ক্ষতিগ্রস্ত ফসল মূল্যায়ন করুন – কোন ফসল রাখা যাবে, কোনটি তুলে ফেলতে হবে তা নির্ধারণ করুন।

দ্রুত বেড়ে ওঠা ফসল বপন করুন – যেমন মুগডাল, মাসকলাই, ভুট্টা, তিল, শাক-সবজি।

ধানের ক্ষেত পুনরুদ্ধার করুন – ডুবে যাওয়া ধানক্ষেত শুকিয়ে গেলে প্রয়োজনমতো সার (ইউরিয়া, এমওপি, ডিএপি) প্রয়োগ করুন।

agri-flood-20240824172811

পুকুর ও মৎস্য চাষ

পুকুরের বাঁধ মেরামত করুন – মাছ বের হয়ে যাওয়া ঠেকাতে।

অক্সিজেনের ঘাটতি পূরণ করুন – চুন ও লবণ প্রয়োগ করে পানির মান উন্নত করুন।

গবাদিপশুর যত্ন

পশুর থাকার স্থান শুকনো রাখুন – যাতে রোগ না হয়।

পরিষ্কার পানি ও পুষ্টিকর খাবার দিন – যাতে তারা দ্রুত সুস্থ থাকে।

রোগ-বালাই প্রতিরোধ

কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ – জমিতে রোগ-বালাই দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন।

পানি জমা রোধ করুন – যাতে নতুন করে ফসল নষ্ট না হয়।

flood-20200810162213

পরামর্শ গ্রহণ

স্থানীয় কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন।

সমবায় ভিত্তিক কাজ করলে ক্ষতি কাটিয়ে ওঠা সহজ হবে।

আরও পড়ুন: শীতের আগাম সবজি চাষের এখনই সময়

পানি নেমে গেলে জমি পরিষ্কার রাখা, দ্রুত ফসল রোপণ করা, রোগবালাই প্রতিরোধ করা এবং মাটির উর্বরতা ফিরিয়ে আনা—এসবই কৃষকদের প্রধান করণীয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর