শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

rain
বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। (ফাইল ছবি)

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্য ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

একইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর