উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হওয়া লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য নদী বন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
বিজ্ঞাপন
এ অবস্থায় উল্লিখিত জেলার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া সমুদ্র এলাকায় অবস্থানরত চারটি গুরুত্বপূর্ণ বন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে। গভীর সমুদ্রে যাওয়া থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট এই সুস্পষ্ট লঘুচাপের ফলে জলপথে চলাচলরত নৌযান ও জেলেদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে সন্ধ্যার আগেই নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপটি ঘনীভূত না হলেও এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে হঠাৎ ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে এখন পর্যন্ত এর থেকে বড় ধরনের ঝড় বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পরিস্থিতির উন্নয়ন বা অবনতি সম্পর্কে পরবর্তীতে নতুন করে নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এইউ

