শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা কমবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা কমবে?
বঙ্গোপসাগরে লঘুচাপ, তাপমাত্রা কমবে?

টানা বৃষ্টি হলেও দেশের বিভিন্ন এলাকায় গরমের প্রকোপ কিছুতেই কমছিল না। রাজধানী ঢাকাসহ অনেক জায়গায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে অস্বস্তিকর গরমে। তবে এবার গরম কিছুটা কমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর। এটি আরও ঘনীভূত হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি মাত্রায় বিরাজ করছে।


বিজ্ঞাপন


এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার ইঙ্গিত মিলেছে। একইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে।

আরও পড়ুন

সাগরে লঘুচাপ, আরও ঘনীভূত হওয়ার আভাস

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত, ঢাকা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা এ সময়েও তেমন একটা পরিবর্তিত হবে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তবে ওই দিন থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে সারাদেশেই ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরবর্তী পাঁচদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে সামনের দিনগুলোতে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দেশের অনেক এলাকায় বৃষ্টির দেখা মিলবে। একইসঙ্গে স্বস্তির খবর হলো, তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর