উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে দেশের বেশিরভাগ এলাকাতেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা দিন ও রাতে মোটামুটি একই রকম থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। একইসঙ্গে মৌসুমী বায়ুর অক্ষরেখা রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানায়, ২৭ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ৫ দিন—অর্থাৎ ৩১ আগস্ট (রোববার) পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকবে।
বুধবার সন্ধ্যা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
২৮ আগস্ট (বৃহস্পতিবার) এবং ২৯ আগস্ট (শুক্রবার) দিনেও একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি বেশি হতে পারে। এই সময়কালের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে কোথাও কোথাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
বিজ্ঞাপন
৩০ আগস্ট (শনিবার) ও ৩১ আগস্ট (রোববার) দেশের আটটি বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এর কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে। তবে রোববার থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর সতর্ক করে বলেছে, এই বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, নদ-নদীর পানি বেড়ে যাওয়াসহ স্বাভাবিক জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই জনসাধারণকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, সমুদ্র বন্দর ও উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি থাকায় মৎস্যজীবীদের সাগরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এইউ

