দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের ৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।
বুধবার (২০ আগস্ট) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞাপন
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ জন্য এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, এসব এলাকায় দমকা হাওয়া ও বজ্রঝড়ের সময় নৌযান ও ফেরি চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি।
এদিকে আবহাওয়ার আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন সারাদেশেই বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিও হতে পারে।
বিজ্ঞাপন
জলবায়ু বিশেষজ্ঞরা মনে করছেন, এ সময় বজ্রপাত ও হঠাৎ ঝোড়ো হাওয়া প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের জনগণ এবং নৌযান চলাচলকারী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া সাবধানতার অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এইউ

