শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ে নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

rain
বিকেলে মাঝারি বৃষ্টিতে ভিজে রাজধানী। ছবি: ঢাকা মেইল

সকালে এক দফা বৃষ্টিতে ভিজে রাজধানী। দিনভর মেঘলা আকাশ। দুপুরের আকাশে উঁকি দেয় সূর্য। তবে বিকেলে হঠাৎ শুরু হয় বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টা ৪৫ থেকে বৃষ্টি শুরু হয়ে চলে বেশ কিছুক্ষণ। সরকারি ছুটির দিন হলেও বিভিন্ন কাজে বের হওয়া নগরবাসী ভোগান্তিতে পড়েন। রাজধানীর বারিধারা, গুলশান, মহাখালী, যমুনা ফিউচার পার্ক এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে রাস্তায় বেড়েছে যানজট। কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতাও।


বিজ্ঞাপন


একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন আব্দুল মতিন। সাড়ে ৪টার দিকে অফিস শেষ করে বারিধারা থেকে যাবেন পুরান ঢাকার নিজ বাসায়। বাসের অপেক্ষায় থাকা অবস্থায় নেমে আসে বৃষ্টি। তিনি বলেন, বাসের অপেক্ষায় থাকতে থাকতে বৃষ্টি শুরু হয়েছে। ভিজে গেলাম, এ অবস্থায় দুই থেকে আড়াই ঘণ্টা থাকতে হবে। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হতে পারব। এতে জ্বর বা ঠান্ডা লেগে যেতে পারে।

যমুনা ফিউচার পার্ক এলাকায় ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করেন মজিদ। তিনি বলেন, ‘বেচা-কেনার সময় এখনই। এসময় বৃষ্টি চলে আসলো। কোন সময় থামবে তা আল্লাহ জানে।’

কথা হয় রিকশাচালক হামিদের সঙ্গে। তিনি বলেন, ‘বৃষ্টিতে লোকজন বাসার বাইরে কম বের হয়। ভাড়াও কম হয়। রিকশার চাকা ঘুরলে তবেই কপালে খাবার জোটে। কিন্তু কয়েকদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, এরকম চলতে থাকলে কপালে খাবার জুটবে কি না জানি না।’

বৃষ্টির কারণে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক ও আরোহীরাও ভোগান্তিতে পড়েছেন। গুলশান থেকে মোহাম্মদপুরে যাওয়ার জন্য ভাড়া ঠিক করছিলেন এক যাত্রী। কিন্তু হঠাৎ বৃষ্টির শুরু হওয়ায় গুলশানে আটকে যান তিনি। এ সময় মোটরসাইকেল চালক রবিন জানান, ভোরবেলায় ঝড় দেখে মনে হয়েছিল আজ দিনের বেলা বৃষ্টি হবে না। তবে সকালের দিকে আকাশ মেঘলা দেখে সে আশায় পানি পড়ে। তবে বৃষ্টি হয়নি। দুপুরে রোদ দেখে খুশি হয়েছিলাম। এখন বিকেলে হঠাৎ বৃষ্টিতে থমকে গেল রাইডিংয়ের কাজ।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, সারাদেশে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বৃষ্টি হলেও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর