ঢাকা শহর ও এর আশপাশের এলাকায় দিনের শুরু থেকেই মেঘলা আকাশ বিরাজ করছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার (৬ আগস্ট) ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত স্থানীয় পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
সকাল ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ, যা বৃষ্টির সম্ভাবনাকে জোরালো করছে।
এর আগের দিন, অর্থাৎ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস সতর্ক করেছে, দিনভর আকাশ থাকবে মেঘলা। হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে হতে পারে। তবে যারা দিনের বেলা বাইরে থাকবেন, তারা খানিকটা গরম অনুভব করতে পারেন। কারণ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এইউ

