শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে

সন্ধ্যা নাগাদ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা।

আবহাওয়াবিদদের মতে, রাজস্থানের একটি দুর্বল নিম্নচাপ এখন মৌসুমি বায়ুর অক্ষে মিশে গেছে। এর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু এখন মোটামুটি সক্রিয়। আর উত্তর বঙ্গোপসাগরে রয়েছে মাঝারি অবস্থায়।


বিজ্ঞাপন


সোমবার (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত— ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে: কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং মাঝারি ভারী বর্ষণ হতে পারে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে: দু-এক জায়গায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টি ও বজ্রপাতের এই প্রবণতা চলতি সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে।

এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে। এটি সৃষ্টি হলে দেশের উপকূলীয় অঞ্চলে আরও সক্রিয় বৃষ্টিপাত দেখা যেতে পারে।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর