সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি বিকেল ৫টা পর্যন্ত থাকতে পারে। এছাড়া আগামী আরও দুদিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে আবহাওয়া অধিদফতর জানায়, আগামী কয়েক দিন সারাদেশে কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। পরবর্তী সময়ে তা স্থল নিম্নচাপে রূপ নিয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ লঘুচাপের কেন্দ্র হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
এদিকে গতকাল সোমবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টার পর থেকে রাত ১০টার মধ্যে দেশের তিনটি বিভাগের (খুলনা, রাজশাহী ও রংপুর) সকল জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
তিনি আরও জানান, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় এবং অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীতে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (১৯ জুলাই): সিলেটে অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দেখা যাচ্ছে—সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
এএসএল/জেবি

