শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ থেকে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১২:১২ পিএম

শেয়ার করুন:

বৃষ্টির খবর

আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত দেশজুড়ে টানা বৃষ্টি হতে পারে। কেননা, উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে আবারও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


বিজ্ঞাপন


সোমবার সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেইসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
 

4fe132f60fc3dfee3b6e841df22ca39f5b7830a41486e8d7
লঘুচাপের সর্বশেষ অবস্থা:

মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত বায়ু-প্রবাহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, আজ সোমবার সকাল ৮ টার সময় উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে আবারও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই মৌসুমি লঘুচাপটির কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা রাজ্য এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপরে অবস্থান করতেছে আজ সোমবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়। এই মৌসুমি লঘুচাপের কারনে আজ থেকে শুরু করে কমপক্ষে আগামী ৩ দিন বাংলাদেশের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে একটানা বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

বৃস্টি


বিজ্ঞাপন


বঙ্গোপসাগরের অবস্থা:

উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে প্রচণ্ড উত্তাল অবস্থা বিরাজ করতেছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হচ্ছে নিয়মিত ভাবে, যা থেকে জলীয় বাষ্পবাহী ঘন মেঘ বাংলাদেশের ভূ-ভাগে প্রবেশ করছে বিরতিহীন ভাবে।

খবর_বৃষ্টি

বৃষ্টি-কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা:

ঘন মেঘের প্রবাহ ঘটছে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে, এবং তা বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী আরাকান পাহাড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত হচ্ছে।

বৃষ্টিপাতের কারণ ও এলাকা:

উপকূলীয় ও পাহাড়ি ঢাল বেয়ে ওঠা এই ঘন বাষ্প ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এবং ত্রিপুরা রাজ্যের উপরে।

খবর

মৌসুমি লঘুচাপটির সম্ভাব্য মেয়াদ:

এই মৌসুমি লঘুচাপটি আরও কমপক্ষে ৭২ ঘণ্টা অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। অর্থাৎ আজ সোমবার থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত লঘুচাপটির কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্য এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের জেলাগুলোর  উপরে অবস্থান করার আশংকা করা যাচ্ছে। ফলে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের উপরে আবারও ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাবি

সতর্কতা ও পরামর্শ:

উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের ভূমিধ্বস ও আকস্মিক বন্যা সম্পর্কে সচেতন থাকতে বলা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে উচ্চ সতর্কতায় থাকার অনুরোধ জানানো হচ্ছে।  

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর