আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত দেশজুড়ে টানা বৃষ্টি হতে পারে। কেননা, উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে আবারও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বিজ্ঞাপন
সোমবার সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেইসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

লঘুচাপের সর্বশেষ অবস্থা:
মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত বায়ু-প্রবাহ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, আজ সোমবার সকাল ৮ টার সময় উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে আবারও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই মৌসুমি লঘুচাপটির কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা রাজ্য এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপরে অবস্থান করতেছে আজ সোমবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়। এই মৌসুমি লঘুচাপের কারনে আজ থেকে শুরু করে কমপক্ষে আগামী ৩ দিন বাংলাদেশের বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে একটানা বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

বিজ্ঞাপন
বঙ্গোপসাগরের অবস্থা:
উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে প্রচণ্ড উত্তাল অবস্থা বিরাজ করতেছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হচ্ছে নিয়মিত ভাবে, যা থেকে জলীয় বাষ্পবাহী ঘন মেঘ বাংলাদেশের ভূ-ভাগে প্রবেশ করছে বিরতিহীন ভাবে।

বৃষ্টি-কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা:
ঘন মেঘের প্রবাহ ঘটছে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে, এবং তা বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী আরাকান পাহাড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
বৃষ্টিপাতের কারণ ও এলাকা:
উপকূলীয় ও পাহাড়ি ঢাল বেয়ে ওঠা এই ঘন বাষ্প ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এবং ত্রিপুরা রাজ্যের উপরে।

মৌসুমি লঘুচাপটির সম্ভাব্য মেয়াদ:
এই মৌসুমি লঘুচাপটি আরও কমপক্ষে ৭২ ঘণ্টা অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। অর্থাৎ আজ সোমবার থেকে শুরু করে আগামী বুধবার পর্যন্ত লঘুচাপটির কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্য এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে অবস্থান করার আশংকা করা যাচ্ছে। ফলে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের উপরে আবারও ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

সতর্কতা ও পরামর্শ:
উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের ভূমিধ্বস ও আকস্মিক বন্যা সম্পর্কে সচেতন থাকতে বলা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে উচ্চ সতর্কতায় থাকার অনুরোধ জানানো হচ্ছে।
এজেড

