শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

শেয়ার করুন:

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে ঢাকাসহ চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে এক সতর্কবার্তায় তারা এই পূর্বাভাস দেয়।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ‍ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও ৪৪ মিলিমিটার থেকে শুরু করে ৮৮ মিলিমিটারেরও বেশি হতে পারে বলে জানানো হয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

এছাড়া ভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। অধিদফতর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর