শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

আগামী ২৪ ঘণ্টায় ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

দেশের তিনটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (৬ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানায়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (>৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে।


বিজ্ঞাপন


চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় এই বৃষ্টির ফলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে অধিদফতর। সেই সঙ্গে চট্টগ্রাম মহানগরের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে।

এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যও লক্ষ্য করা যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এইউ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর