শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

আগামী কয়েকদিন দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে কিছুটা কমতে পারে তাপমাত্রা। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৩ জুলাই) রাতে নিয়মিত আবহাওয়া বুলেটিনে জানানো হয়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। আর উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।


বিজ্ঞাপন


এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কিছু কিছু এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী বা অতিভারী বর্ষণও।

আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হবে ভারী বৃষ্টি। একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৫ জুলাই) পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।


বিজ্ঞাপন


তবে বিশেষ করে কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর