সন্ধ্যার মধ্যে দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার—এই ছয় জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঝড়টি দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে আসতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
ঝড়ের পাশাপাশি এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এসব জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলতে বলা হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হলে সংকেত বাড়তে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এইউ