শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

জুলাইয়ে ৬টি লঘুচাপ ও ৩টি নিম্নচাপ সৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

weather
আবহাওয়া অফিসের নতুন বার্তা। ছবি: সংগৃহীত

চলতি জুলাই মাসে সাগরে ছয়টি লঘুচাপসহ তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২ জুলাই) এক বার্তায় আবহাওয়া অফিস এই তথ্য জানায়।


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস

আবহাওয়াবিদ জানান, এই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। ১০ থেকে ১২ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এমএইচএইচ/জেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর