দেশের তিনটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশেই বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
এ ছাড়া সারাদেশেই দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানান তিনি।
আবহাওয়া অফিস আরও জানায়, আগামী বুধবার (২৫ জুন) থেকে শনিবার (২৮ জুন) পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা সামান্য কমলেও বেশির ভাগ অঞ্চলে তা স্থিতিশীল থাকবে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস বলছে, টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে। তাই জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এমএইচএইচ/এইউ