বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের পাঁচটি বিভাগে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলগুলোতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার (২৩ জুন) সকালে আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।


বিজ্ঞাপন


আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ুর অক্ষ এখন ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় আছে।

তিনি বলেন, এই আবহাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদী ও পাহাড়ি এলাকায় থাকতে হবে সতর্ক।

এদিকে পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ জুন) থেকে সারাদেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে পাঁচ দিন পর বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন দিনের তাপমাত্রা আবার বাড়তে পারে।


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদফতর থেকে দেশের মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদী, পাহাড়ি এবং নিচু এলাকায় বসবাসকারীদের সজাগ থাকতে বলা হয়েছে।

এমএইচএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর