রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ রোববার দিনের শুরু থেকে আকাশে মেঘ থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এরই মধ্যে কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
রোববার (২২ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা ঢাকার আবহাওয়ায় সামান্য পরিবর্তন আনতে পারে। তবে এতে উল্লেখযোগ্য হারে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম।
বিজ্ঞাপন
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। এর আগের দিন, শনিবার (২১ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সোমবার (২৩ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির এই ধারা চলতে থাকলে পরিবেশ কিছুটা শীতল হতে পারে, তবে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এজন্য নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এইউ