শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ঢাকা

লঘুচাপ: শনিবার দুপুর পর্যন্ত ঢাকাসহ ৬ বিভাগে অতিবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

rain
সপ্তাহজুড়ে থাকবে বৃষ্টির প্রবণতা। (ফাইল ছবি)

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার দুপুর পর্যন্ত ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২০ জুন) দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বশেষ আপডেটে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


বিজ্ঞাপন


পূর্বাভাসে বলা হয়, ভারী থেকে খুবই ভারী বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপরে। বিশেষ করে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার ওপরে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার চতুর্থ দিনের মতো লঘুচাপটির কেন্দ্রে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের রাজশাহী বিভাগের ওপরে অবস্থান করছে। অর্থাৎ চার দিন ধরে লঘুচাপটির কেন্দ্র খুবই সামান্য পরিমাণে নড়া-চড়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় লঘুচাপটির কেন্দ্র কিছুটা উত্তর দিকে সরে গিয়ে শুক্রবার দুপুর ১২টার সময় বাংলাদেশের রাজশাহী বিভাগের পশ্চিম দিকে মালদহ, দক্ষিণ দিনাজপুর ও বর্ধমান জেলার ওপরে অবস্থান করছে।

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণায়মান মেঘের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের ময়মনিসংহ ও সিলেট বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিকের দার্জিলিং, জপলাইগুড়ি জেলা এবং সিকিম, আসাম ও মেঘালয় রাজ্যের দিকে অগ্রসর হয়ে পাহাড়ি এলাকার ঢাল বেয়ে আকাশে উঠে গিয়ে প্রতিনিয়ত ভারী বৃষ্টিবাহী মেঘের সৃষ্টি করছে।


বিজ্ঞাপন


ফলে শুক্রবার দুপুর ১২টার পর থেকে শনিবার দুপুর ১২টার মধ্যে খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনিসংহ, ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপরে থেমে-থেমে একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ভারী থেকে খুবই ভারী বৃষ্টিপাতের আশংকা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায়। বিশেষ করে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ময়মনিসংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলা; বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরিশাল, এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, দক্ষিণ  চট্টগ্রাম, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ওপরে।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর