শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট—এই ৮ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞাপন
এই সময়ের মধ্যে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার এমন পূর্বাভাসের পর এসব জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া, অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে—আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাত ও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামনের দিনগুলোতে সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
বিজ্ঞাপন
এ অবস্থায় নদীপথে চলাচল, খোলা স্থানে অবস্থান এবং কৃষিকাজসহ অন্যান্য কাজ করার সময় সতর্ক থাকতে বলা হয়েছে।
এইউ