শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ঢাকাসহ আট বিভাগে বজ্রবৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

ঢাকাসহ আট বিভাগে বজ্রবৃষ্টির সতর্কতা

দেশে এবং বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয়তায় ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় এমন অবস্থা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপের অবস্থান ও বিস্তার এখনো বজায় রয়েছে। এই লঘুচাপ উত্তরপূর্ব ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ুর অক্ষ বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত প্রসারিত রয়েছে। বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে।


বিজ্ঞাপন


সকাল থেকে আগামী এক দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া, বজ্রবৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কাও রয়েছে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী শুক্রবার (২০ জুন) থেকে সোমবার (২৩ জুন) পর্যন্ত দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টি, দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টির অবস্থা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, কিন্তু রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে, তাই সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে।

এসএইচ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর